অ্যাকসেসিবিলিটি লিংক

‘বাংলাদেশে জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে’, জানালেন রুমানা আলী


কুমিল্লায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী রুমানা আলী। ২৯ মার্চ, ২০২৪।
কুমিল্লায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী রুমানা আলী। ২৯ মার্চ, ২০২৪।

চলতি বছরের জুন মাসের মধ্যে, তৃতীয় ধাপে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রুমানা আলী। এসময় তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, “কোনো আবেদনকারী যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

রুমানা আলী জানান, সবাই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

XS
SM
MD
LG