অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ভোটিং মেশিন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে

উত্তরের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের আন্দামান দ্বীপপুঞ্জ পর্যন্ত নির্বাচনী কর্মকর্তারা ভারতের সমস্ত প্রত্যন্ত এলাকায় জাতীয় নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন পৌঁছে দিতে বাস, ট্রাক, নৌকা, গাধা এবং খচ্চরের মতো পরিবহন ব্যবহার করছেন।

নির্বাচনী কর্মকর্তারা জঙ্গল, নদীপথ, অথবা তুষার-ঢাকা পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে, শিপিং কনটেইনার এবং স্কুল ভবনগুলিতে ভোট কেন্দ্র স্থাপন করছেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে এই বিশাল সাত ধাপের নির্বাচন গত সপ্তাহে শুরু হয়েছে। ভোটগ্রহণের সমাপ্তি হবে ১ জুন, এবং ভোট গণনা হবে ৪ জুন।


XS
SM
MD
LG