অ্যাকসেসিবিলিটি লিংক

বাহরাইনের শিয়া গ্রামে বিস্ফোরণে পুলিশ আহত


বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে যে শিয়াদের একটি গ্রামে বোমা বিস্ফোরণে তিন জন পুলিশ আহত হয়েছে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হচ্ছে যে শুক্রবার রাজধানী মানামার কাছে বানি জামরা এলাকার ঐ বিস্ফোরণটি ছিল , সন্ত্রাসী হামলা। মন্ত্রকের টুইটারে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে । বিস্তারিত আর কিছু দেওয়া হয়নি।

গত মাসে বিরোধীরা নির্বাচন বর্জন করার পর থেকে বাহরাইনে সরকার বিরোধী অনুভূতি প্রাধান্য পাচ্ছে।

২০১১ সালে প্রধানত শিয়া সংখ্যাগরিষ্ঠদের উত্থানে সুন্নি মুসলিম শাসিত উপসাগরীয় ঐ আরব রাজ্যে আরও গণতন্ত্রায়নের দাবি জানানো হয়। ঐ আন্দোলন থামিয়ে দেওয়া হয় তবে এখনও মাঝে মাঝে গোলযোগ দেখা দেয়। বাহরাইনেই যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর অবস্থান করছে।

XS
SM
MD
LG