অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাঁসো্র প্রেসিডেন্টের পদত্যাগ এবং সেনা প্রধানে ক্ষমতা গ্রহণ


বুরকিনা ফাঁসো্র সেনা প্রধান জানিয়েছেন যে দীর্ঘ দিনের প্রেসিডেন্ট ব্লেইজ কম্পারে পদত্যাগ করার পর তিনি দেশের শাসন ভার গ্রহণ করেছেন। জেনারেল হোনোরে ট্রাওরে শুক্রবার উগোডুগুতে সাংবাদিকদের জানান যে তিনি এখন পশ্চিম আফ্রিকার এই দেশটির নেতা।

তবে এর আগে জেনারেল কুয়োমে লুগে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছিলেন যে, দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত সেনা বাহিনী সরকারের অধিনস্ত থাকবে।

ভয়েস অব আমেরিকার ফ্র্যাঞ্চ টু আফ্রিকা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাতকারে জেনারেল কুয়োমে লুগে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ব্লেইজ কম্পারে প্রতিবাদকারীদের দাবীর মুখে পদত্যাগ করবেন কিনা সে সম্পর্কে তিনি অবগত নন। তবে তিনি বলেন, জনগণই সে সিদ্ধান্ত নেবে।

বৃহষ্পতিবার, রাজনৈতিক পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর রাজধানী উগোডুগুতে ব্যাপক বিক্ষোভ, পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া এবং অন্যান্য সরকারী ভবনে ভাংগচুরের ঘটনা ঘটে।

জেনারেল লুগে্র দেশের পরবর্তী নেতা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছ।

সংবিধান সংশোধন করে দেশটির প্রেসিডেন্ট ব্লেইজ কম্পোরে তার ২৭ বছরের শাসনকাল আরো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন এমন খবরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

XS
SM
MD
LG