অ্যাকসেসিবিলিটি লিংক

মিজোরীর গ্র্যান্ড জুরি মাইকেল ব্রাউন হত্যায় পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি


আমেরিকার মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্য মিজোরীর গ্র্যান্ড জুরি শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেন উইলসনকে দোষী সাব্যস্ত করতে পারেনি। উইলসনের বিরুদ্ধে অভিযোগ যে, প্রায় চার মাস আগে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ কিশোরকে রাস্তায় সংঘাতর পরিস্তিতিতে তাকে গুলি করে।

৯ আগষ্ট, সেন্ট লুইসের পুলিশ কর্মকর্তা ১৮ বছরের মাইকেল ব্রাউনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করলে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে যেখানে কিনা বেশির ভাগ পুলিশ কর্মকর্তা শ্বেতাঙ্গ।

মিজোরীর গভর্নর জে নিক্সন গ্র্যান্ড জুরির ঘোষণার আগে সবার প্রতি আহ্বান জানান তারা যেন শান্তি, শ্রদ্ধাবোধ এবং নিজেদের সংযত রাখেন। তিনি জানিয়েছেন যে স্থানীয় পুলিশকে সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

ধারনা করা হচ্ছে যে গ্র্যান্ড জুরির এই আদেশে সারাদেশের নানা স্থান থেকে প্রতিবাদকারী দল ফর্গুসনে আসতে পারে।

ওদিকে এই রায়ে ব্রাউনের পরিবার দারুণ হতাশ হয়েছে এবং তারা বলছেন যে তাদের সন্তানের হত্যাকারীর কোন বিচার হ’লো না।

যদিও ব্রাউনের পরিবারের আইনজ্ঞরা বলেছেন, যে তাকে যখন গুলি করা হয়, তখন সে আত্মসমর্পণের চেষ্টা করছিল। ওদিকে, উইলসনের সমর্থকরা বলছে, সে আত্মরক্ষার প্রয়োজনে গুলি চালায়।

XS
SM
MD
LG