অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতব্যাপী যে ধর্মঘটের ডাক দিয়েছে ১১ শ্রমিক সংগঠন, বড় ৩ ইউনিয়ন তাতে পিছিয়ে যেতে পারে।


নিজেদের ১২ দফা দাবির সমর্থনে দোসরা সেপ্টেম্বর যে ভারতব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ১১টি শ্রমিক সংগঠন, সে বিষয়ে তিনটি বড় ইউনিয়ন পিছিয়ে আসতে পারে। কেননা, ৬২ লক্ষ সদস্যের বৃহত্তম ইউনিয়ন - বিজেপি-ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সভা, বা, বিএমএস, ৩৯ লক্ষ সদস্যের কংগ্রেস-ঘনিষ্ঠ আইএনটিইউসি এবং ৩৪ লক্ষ সদস্যের সিপিআিই দল-ঘনিষ্ঠ এআইটিইউসি সংগঠনগুলির নেতৃত্ব মনে করছেন, নরেন্দ্র মোদি সরকার ইতিমধ্যেই ইতিবাচক মনোভার দেখাচ্ছে। কাজেই ধর্মঘটের পথ থেকে সরে আসা যেতে পারে। কিন্তু ধর্মঘটের আহ্বানে এখনও অটল সিপিএম দল-ঘনিষ্ঠ সিআইটিইউ ইউনিয়ন। তারা বলছে, সরকার আগে দাবি মেটাতে নির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি দিক। তবেই তো মত বদলের কথা আসে।গৌতম গুপ্তের VOA রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG