অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস এর কার্যকলাপ ইসলাম সম্মত নয় : মাহফুজুল ইসলাম


গতকাল বগুড়ার একটি শিয়া মসজিদে হামলা ও হত্যার দায় শিকার করেছে জঙ্গি গোষ্ঠি , কথিত ইসলামিক স্টেট। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সব সন্ত্রাসী আক্রমণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম টেলিফোনে কথা বলেছেন ওয়াশিংটন স্টুডিওতে আনিস আহমেদের সঙ্গে । তিনি বলেন যে সেজদারত মুসল্লিতো বটেই , ইসলাম ধর্ম কারও বিচারবিহীন হত্যা সমর্থন করে না।

এ প্রসঙ্গে তিনি মহানবী হজরত মোহাম্মদ ( সাঃ) এর মদিনা সনদের কথা উল্লেখ করেন। তিনি বলেন ঐ সনদে অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে। মদীনায় মুসলমান , খ্রীষ্টান, ইহুদি এমন কি মূর্তি উপাসক সকলেরই সহাবস্থান নিশ্চিত করা হয়। সেই সনদ অনুযায়ী মুসলমান- অমুসলমান সবাই যার যার মতে স্বাধীন ভাবে ধর্ম পালন করছে।

তিনি বলেন রাষ্ট্রকে থাকতে হবে রাষ্ট্রের মত , ধর্ম থাকবে মানুষের অন্তরে। তা হলেই রাষ্ট্র ও ধর্মের মধ্যে কোন রকম সাংঘর্ষিক সম্পর্ক থাকবে না। অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কথিত ইসলামিক স্টেটের নৃশংস কর্মকান্ডের তীব্র নিন্দে করেন এবং বলেন যে এ রকম কার্যকলাপ কোন মতেই দর্ম সম্মত নয়।

please wait

No media source currently available

0:00 0:04:40 0:00

XS
SM
MD
LG