অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক চুক্তি সম্পাদনের সময়সীমা পার হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে, আলোচনা অব্যাহত রয়েছে


U.S. Secretary of State John Kerry sits between U.S. Secretary of Energy Ernest Moniz (L) and Atomic Energy Agency (IAEA) Director General Yukiya Amano during a meeting at a hotel in Vienna, Austria, June 29, 2015.
U.S. Secretary of State John Kerry sits between U.S. Secretary of Energy Ernest Moniz (L) and Atomic Energy Agency (IAEA) Director General Yukiya Amano during a meeting at a hotel in Vienna, Austria, June 29, 2015.

৩০ জুন ইরান পারমানবিক চুক্তির সম্পাদনের সম্ভাবনা এখন খুবই কম। ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সোমবার নতুন এক দফার আলোচনা শুরু করেছেন প্রধান পারমানবিক নিয়ন্ত্রকের সঙ্গে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ভিয়েনায় প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নহা পরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

আলোচনায় যাওয়ার আগে কেরী বলেন “আমরা এখনও কাজ করছি এত আগে কিছু বলা যাবে না।”

তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কি মনে করছেন ইরান পারমানবিক বিষয়ে আলোচকরা মতৈক্যে পৌছুবেন? তিনি বলেন “দেখা যাক”।

সোমবার ইরানী পর পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জরিফ রোববার রাতে তেহেরান যান। তিনি মঙ্গলবার ভিয়েনায় ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG