অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্য অস্ত্র বিরতির ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে


U.S. Secretary of State John Kerry is seen by his plane in Tel Aviv, Israel, Wednesday, July 23, 2014, engaged in shuttle diplomacy on the Gaza conflict.
U.S. Secretary of State John Kerry is seen by his plane in Tel Aviv, Israel, Wednesday, July 23, 2014, engaged in shuttle diplomacy on the Gaza conflict.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী কায়রোর উদ্দেশ্যে ইসরায়েল ত্যাগ করেছেন। তিনি ইসরায়েল ও গাজা ভূখন্ডে ফিলিস্তিনী চরমপন্থীদের মধ্যে অস্ত্র বিরতির ব্যবস্থা করতে চেষ্টা করছেন।

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘের প্রধান বান কি মুনের সঙ্গে সারা দিন আলোচনার পর, কেরী কোন মন্তব্য করেননি।

কিন্তু কেরী এর আগে বলেছিলেন কিছু অগ্রগতি হয়েছে।

হামাসের রকেট হামলার জবাবে, গাজায় দু সপ্তাহ ধরে ইসরায়েলী বিমান আক্রমণে প্রায় ৭০০ ফিলিস্তিনী নিহত হয়। নিহতদের প্রায় সকলেই অসামরিক। ৩৪ জন ইসরায়েলী নিহত হয়, তাদের অধিকাংশই সৈনিক।

ইসরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেজ সহিংসতাকে “অসম্ভব পরিস্থিতি” বলে উল্লেখ করেছেন। তিনি কেরী কে বলেছেন তিনি এখনও আশাবাদী যে একটা সমাধান হবে।

কিন্তু হামাস নেতা খালেদ মেশাল বলেছেন ইসরায়েল যতক্ষন না গাজার দীর্ঘ দিনের অবরোধের অবসান ঘটাবে, কোন অস্ত্র বিরতি হবে না। অবরোধের ফলে গাজার অর্থনীতি থেমে আছে এবং ফিলিস্তিনীরা সফর করতে পারছে না।

XS
SM
MD
LG