অ্যাকসেসিবিলিটি লিংক

হামাস গাজায় অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে, ইসরায়েল সুরঙ্গ পথে বিস্ফোরণ ঘটানো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে


An Israeli tank fires towards Gaza, near the Israel and Gaza border, July 27, 2014.
An Israeli tank fires towards Gaza, near the Israel and Gaza border, July 27, 2014.

রবিবার হামাস গাজায় ২৪ ঘন্টার মানবিক অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েল বলেছে, যে সব সুরঙ্গ পথ দিয়ে চরমপন্থীরা অস্ত্র ও যোদ্ধাদের ইহুদী রাষ্ট্রে পাচার করে, তারা তাতে বোমা বিস্ফোরণ ঘটানো অব্যাহত রাখবে।

ইসরায়েল তাৎক্ষনিক হামাসের বিবৃতির জবাব দেয়নি। হামাস বলেছে তারা ইদুল ফিতারের আগে নতুন অস্ত্র বিরতিতে রাজী। এর আগে ইসরায়েল শনিবারের অস্ত্র বিরতি সম্প্রসারিত করার যে প্রস্তাব দেয় হামাস তা প্রত্যখান করে। লড়াই দ্রুত পুনরায শুরু হয়।

ইসরায়লী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সিএনএন টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, গাজা থেকে অব্যাহত ভাবে ইসরায়েলে রকেট নিক্ষেপ কোরে হামাস তাদের নিজেদের অস্ত্রবিরতি লঙ্ঘন করছে।

XS
SM
MD
LG