অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগর বেস্টনীর অপর এগারো দেশ বিস্তৃত এক বানিজ্য রফা সম্পন্ন করেছে


যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগর বেস্টনী অন্তর্গত অপর এগারো দেশ গতকাল সোমবার ব্যাপক বিস্তৃত এক বানিজ্য রফার প্রশ্নে ঐকমত্যে উপনীত হয়েছে- যে ঐকমত্যের কারনে,শুল্ক হ্রাস পাবে-বানিজ্য প্রতিবন্ধকগুলো কমে যাবে। এই এগারো দেশের অর্থনীতির আকার তাবত বিশ্বের মোট অর্থনীতির কলেবরের প্রায় অর্থেক ।

যুক্তরাষ্ট্রের বানিজ্য প্রতিনিধি মাইকেল ফোরম্যান বলেন- বিবিধ বিতর্কিত প্রশ্নে দীর্ঘ সাত বছরের নানান সময়ের আলোচনা-বিতর্ক চলবার পর এ ঐকমত্য সম্পন্ন হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে নতুন এই উচ্চাভিলাশি বানিজ্য চুক্তিতে সন্তোষ ব্যক্ত করে বলেন-এটা জাপানের অর্থনীতির খোলনলচে বদলে ফেলার সুযোগ একটা।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এ চুক্তিতে শামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে – তবে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর প্রতিক্রিয়ায় বলছেন-চীন যখনই সঠিক মনে করবে, চুক্তিতে যোগ দিতে পারে, যুক্তরাষ্ট্র তাকে স্বাগত:ই জানাবে।

XS
SM
MD
LG