অ্যাকসেসিবিলিটি লিংক

আইওয়া রাজ্যে ক্লিন্টানের প্রতি সমর্থন কমছে, সেখানেই প্রেসিডেন্ট মনোনয়নের প্রথম প্রতিদ্বন্দ্বিতা হবে


FILE - Voters stand in line to vote at an early voting polling site in San Antonio, Oct. 20, 2014.
FILE - Voters stand in line to vote at an early voting polling site in San Antonio, Oct. 20, 2014.

যুক্তরাষ্ট্রে এক নতুন রাজনৈতিক জনমত সমীক্ষায় দেখাা গেছে আইওয়া রাজ্যে ডেমোক্রাটিক দলের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টানের প্রতি সমর্থন হ্রাস পেয়েছে। ৫ মাস পর প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

Des Moines Register এবং Bloomberg Politics রবিবার প্রকাশিত খবরে বলেছে ওই রাজ্যে সাম্প্রতিকতম জনমত সমীক্ষায়, ৩৭ শতাংশ ডেমোক্রাট যারা সম্ভবত পয়লা ফেব্রুয়ারীর প্রাথমিক নির্বাচনী ককাসে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন দেন। স্বতন্ত্র সমাজতান্ত্রিক বার্নী স্যান্ডার্সকে ৩০ শতাংশ ভোটার সমর্থন দিচ্ছেন। স্যান্ডার্স আমেরিকান জীবন যাত্রায় বৃহৎ কর্পোরেশনগুলোর প্রভাবের বিরুদ্ধে প্রচার অভিযান চালাচ্ছেন। ওদিকে ১৪ শতাংশ ভোটার ভাইস প্রেসিডেন্ট Joe Bidenজো বাইডেনকে সমর্থন করে। ভাইস প্রেসিডেন্ট দেরীতেই মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছেন।

এ বছর এই প্রথম চারটি জনমত সমীক্ষায় ক্লিন্টানের প্রতি সমর্থন ৫০ শতাংশের কম হয়েছে।

রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিতায় আইওয়া জনমত সমীক্ষায় ডনাল্ড ট্রাম্প পাচ্ছেন ২৩ শতাংশ ও বেন কারসন পাচ্ছেন ১৮ শতাংশ সমর্থন।

XS
SM
MD
LG