অ্যাকসেসিবিলিটি লিংক

জিকা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের চুক্তি


জিকা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ একে অপরেরর সঙ্গে তথ্য বিনিময় করে কজাজ করার প্রত্যয় ব্যাক্ত করছেন।

বিশ্বের ৩০টিরও বেশী সংগঠনএর নেতৃবৃন্দ এক যুক্ত চুক্তিপত্র সই করেছেন জিকা ভাইরাস প্রতিরোধ কল্পে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গেটস ফাউন্ডেশনের বিল এবং মেলিন্দা গেটস, ডক্টরস উইদাউট বর্ডার্স, পাবলিক লাইব্রেরী অব সাইন্স, the U.S. Centers for Disease Control and Prevention (along with the Chinese equivalent), the JAMA (Journal of the American Medical Association) Network, and the U.S. National Institutes of Health.

মশাবাহিত জিকা ভাইরাস ব্রাজিলে মহামারী আকার ধারন করেছে এবং আমেরিকার বিভিন্ন দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।

XS
SM
MD
LG