অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে হোলি উৎসব


ভারতে হোলি উৎসব
please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

হাজার হাজার হিন্দু ভক্ত ভারতের পশ্চিমী শহর আহমেদাবাদের বিভিন্ন মন্দিরে রঙের উৎসব, বা হোলি উদযাপন করার জন্য সোমবার (২৫ মার্চ) সমবেত হয়েছেন।

ভক্তদের একে অপরের দিকে রং বেরং-এর আবীর ছোড়ার পাশাপাশি গানের তালে নাচানাচি ও করতে দেখা গেছে।

হোলি বসন্তের শুরুতে উদযাপিত হয় এবং হিন্দু দেবতা কৃষ্ণ ও রাধার চিরন্তন প্রেমের লীলার সঙ্গে জড়িত।

ভারত সহ সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ হিন্দু ভক্ত হোলি পালন করেন।

বিভিন্ন দেশ থেকে পর্যটকরাও ভারতে ভ্রমণ করেন এই উৎসব উপভোগ করতে।

XS
SM
MD
LG